Saturday, April 18, 2015

ইভটিজিং বিরোধী গেরিলা বাহিনী

কফি শপে জমিয়ে আড্ডা চলছে। পাঁচ বন্ধু একসাথে। ভার্সিটির ক্লাসের ফাঁকে ফাঁকে এমন আড্ডা ওদের প্রায়ই হয়।
কথা প্রসঙ্গে এসে যায় প্রেম-ভালোবাসা। চলতে থাকে মজা করা। জীবনে কে কটা মেয়ের দিকে তাকিয়েছে,কে সব থেকে বেশি সুন্দর ছিল- এই ছিল তাদের আলাপ। এমন সময় কফি শপে এসে বসে "পরী" রুপী একটা মেয়ে ।
পাঁচে বন্ধু "থ" বনে গেছে। মেয়েলি আলাপে মেয়ের আগমন! জোশ টাইমিং! বলেই ফেলল হিমেল।
এবারে শুরু হল সামনে বসা নতুন আগত মেয়েকে নিয়ে আলাপ-আলোচনা। একেক জনের একেক গল্প। কেবল চুপটি মেরে বসে রয়েছে অমিত। অমিত কোনও কথা বলছে না। সে শুধু মন দিয়ে কফি খাচ্ছে আর ওর বন্ধুদের কার্যকলাপ দেখছে। হঠাৎ বন্ধুদের মধ্যে বাজি ধরা হল৷ হিমেল মেয়েটার সাথে কথা বলতে যাবে।পারলে ৫০০ টাকা। হিমেল চেয়ার ছেড়ে উঠে পড়েছে।

পথ আটকে ধরলো অমিত। ও আমার ছোট বোন!!
কী!!!!!
বোম ফাটা চেহারা নিয়ে বাকি চারজনে এর ওর দিকে চাওয়াচাওয়ি করছে। এতক্ষণ অমিতের সামনেই ওর ছোট বোনকে নিয়ে হরেক মন্তব্য করা হয়েছে। আর এ জন্যই বোধয় অমিত এতক্ষণ চুপচাপ ছিল।
দোস্ত স্যরি- এক্সট্রিমলি স্যরি, বলল হিমেল।
ইটস ওকে! আস্তে সুরে বলল অমিত।
ক'দিন বাদে অমিতদের বাসায় অমিতের জন্মদিনে সবার দাওয়াত। খেতে খেতে এসে গেলো অমিতের বোনের প্রসঙ্গ। কই, ছোট আপুটাকে দেখছি না'তো, বলল তমাল।
আমার কোনও বোন নেই! অমিতের দৃঢ় জবাব।
খাওয়া বন্ধ হয়ে হা হয়ে গেছে বাকি চারজনের মুখ।
তবে যে সেদিন বললি- "ও তোর বোন!"
মিথ্যা বলিনি! আমি ওকে বোনের নজরে দেখেছিলাম। অমিতের সহজ সরল জবাব। বন্ধুদের মুখেও কোনও কথা নেই।
একটা মেয়ে আপনজনের বোন হলেই সে হয় সম্মানের পাত্র-ছোট বোন, আর অপরিচিত জনের বোন মানেই "গল্প করার আইটেম"! ধিক্ এ সকল বন্ধুদের।
--জুবায়ের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।http://bangladeshdhaka1.blogspot.com/

Thursday, February 26, 2015

bangla new song

bangla best song

Tuesday, February 24, 2015

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


http://bangladeshdhaka1.blogspot.com/জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বুধবার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু মোহাম্মদ জমাদ্দার এ আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল। এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এবং হরতাল-অবরোধে নিরাপত্তাজনিত কারণে বিএনপির চেয়ারপারসন আদালতে হাজির হতে পারবেন না।

আজ খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত তা নাকচ করেন। খালেদা জিয়া হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে মামলার বিচারকাজ চলছে। গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে এ দুই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। গত ২২ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সর্বশেষ তিনি গত ডিসেম্বরে আদালতে হাজির হয়েছিলেন।

Monday, February 23, 2015

বিশ্বের সবচেয়ে দামি খাবার

নীল পাখনা টুনা মাছ: এক পাউন্ডের দাম পড়বে সাড়ে তিন হাজার ডলার। এ টুনা মাছের মাংস গোলাপী লাল বর্ণের। জাপানের বিখ্যাত রেসিপি সুশি ও সাশিমি গত দুই বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। তবে বিলুপ্তপ্রায় এ প্রজাতির টুনা মাছ শিকারে পরিবেশ আন্দোলনকর্মীদের চরম আপত্তি আছে।
02
৩. কপি লুয়াক কফি: এক পাউন্ডের দাম ১০০ থেকে ৬০০ ডলার। বিশ্বের সবচেয়ে দামি কফি। তবে এর উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেকের আপত্তি আছে। কারণ বানর জাতীয় একটি প্রাণী এ কফি ফল খেয়ে মলত্যাগ করলে তা সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে বাজারজাত করা হয়।
03
৪. টোয়াক চকোলেট: এক আউন্সের দাম ২৬০ ডলার। ওয়াল স্ট্রিটের এক ব্যাংকার ইকুয়েডরে এ চকোলেট আবিষ্কার করেন। এতে আছে ৮১ শতাংশ খাঁটি কোকো।
04
৫. আনারস: একটা আনারসের দাম ১৬ হাজার ডলার! যুক্তরাজ্যের ভিক্টোরিয়ার যুগের নিয়ম অনুসারে এ আনারস চাষ করা হয়। এ আনারস পাকতে পাক্কা এক বছর লাগে। দ্য লস্ট গার্ডেনস অব হেলিগানে এটি চাষ হয়। তবে বিক্রি করা হয় না। শুধু প্রতিষ্ঠানে স্টাফদের কপালেই জোটে এটি।
05
৬. আজিঘ ডাটা: এক পাউন্ডের দাম পড়বে ৬০০ ডলার। এটি অনেকটা অ্যাসপ্যারাগাসের মতো। বিশ্বের সবচেয়ে দামি সবজি বলে ধরা হয় এ ডাটা জাতীয় সবজিটিকে। আজিঘ শুধু বসন্তে জন্মায় এবং দ্রুত মরে যায়। তবে এটি জঙ্গলেই জন্মায়, বাগানে চাষ করা এখনো সম্ভব হয়নি।
06
৭. লা বনোত্তে আলু: এক পাউন্ড আলুর দাম ৩০০ ডলার। ফ্রান্সের পশ্চিম উপকূলে নিরমোতিয়ে দ্বীপেই শুধু জন্মে এ গোলআলু। খুবই কম পরিমাণে বছরে একবারই এর চাষ হয়। তবে এ বছর শেতু দে ভার্সাইলের একটি বাগারে এ প্রজাতির আলু চাষ হয়েছে।
07
৮. জাফরান: এক পাউন্ডের দাম ২ হাজার থেকে ১০ হাজার ডলার। ফুল থেকে সংগ্রহ করা হয় এ প্রাকৃতিক রঙ। সংগ্রহ প্রক্রিয়া অনেক শ্রমসাধ্য এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে জন্মায় বলে এতো দামি। জাফরানের গাছে বছরে মাত্র এক সপ্তাহের জন্য একটি ফুল ফোটে। আর এ থেকে পাওয়া যায় মাত্র তিনটি পুংকেশর যা থেকে জাফরান সংগ্রহ করা হয়। এটা শুধু হাত দিয়েই সংগ্রহ করা সম্ভব।
08
৯. সাদা ছত্রাক: এক পাউন্ডের দাম ৩ হাজার থেকে ২৩ হাজার ৭৫০ ডলার। ইতালিতে যেটা পাওয়া যায় সেটির দাম ৩০০ ডলার। তবে কয়েক বছর আগে এ রুশ ধনকুবের ৪ পাউন্ড ওজনের একটি ছত্রাকের জন্য ৯৫ হাজার ডলার দাম হাঁকানোর পর রাতারাতি দাম আকাশে উঠে গেছে।
09
১০. উবারি তরমুজ: একটা তরমুজের দাম সাড়ে ৭ হাজার ডলার। দুই বছর আগে জাপানে এক জোড়া তরমুজ বিক্রি হয়েছিল ১৫ হাজার ৭৩০ ডলারে। এই প্রজাতির তরমুজ জাপানের মর্যাদার প্রতীক হয়ে আছে।
10
১১. জাপানি ওয়াগাইউ মাংস: এক পাউন্ড মাংসের দাম পড়ে ৩০০ থেকে ১ হাজার ৩০০ ডলার। এটি এক প্রজাতির গরু। শুধু জাপানেই পাওয়া যায়। এর মাংস অত্যন্ত কোমল এবং কলেস্টেরলের মাত্রা খুবই কম।
11http://bangladeshdhaka1.blogspot.com/

বিশ্বের সবচেয়ে দামি খাবার

. আয়াম সিমানি মুরগী: একটা মুরগীর দাম ২ হাজার ৫০০ ডলার। আর বাচ্চা কিনলে ১৯৯ ডলারে পাওয়া যাবে। এটি ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। খুবই বিরল প্রজাতির মুরগী।
01http://bangladeshdhaka1.blogspot.com/